শিরোপা না জিতলেও র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ কিউইদের

New-Zealand-67d15a4bdd5d0.jpg

ডেস্ক রিপোর্ট: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ, ভারত ঘরে তুলেছে তাদের তৃতীয় শিরোপা। আইসিসির সবশেষ হালনাগাদ হওয়া র‍্যাঙ্কিংয়ে তারই ছাপ দেখা যাচ্ছে। ফাইনালে পৌঁছানো দুই দলের খেলোয়াড়রা বড় লাফ দিয়েছেন সর্বশেষ আইসিসি পুরুষদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে।

ভারত ওপেনার শুভমান গিল তার দারুণ ফর্ম ধরে রেখে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মা ফাইনালে ম্যাচ সেরা পারফরম্যান্সের সুবাদে দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। ফাইনালে ৮৩ বলে ৭৬ রান করে ভারতের জয়ের ভিত গড়েন রোহিত। টুর্নামেন্টে ২১৮ রান করা বিরাট কোহলিও উন্নতি করে ব্যাটসম্যানদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।

নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। তার সতীর্থ রচিন রবীন্দ্র ১৪ ধাপ এগিয়ে ১৪তম ও গ্লেন ফিলিপস ছয় ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন।

বোলারদের র‍্যাংকিংয়ে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার সবচেয়ে বড় উন্নতি করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৯ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার ফাইনালে আরও দুই উইকেট পান। এর ফলে তিনি ছয় ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তার সামনে কেবল শ্রীলঙ্কার স্পিনার মাহিশ থিকশানা।

নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েলও ১০ ধাপ এগিয়ে ১৮তম স্থানে জায়গা করে নিয়েছেন। ভারতের দুই স্পিনার কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজাও শীর্ষ দশে নিজেদের অবস্থান শক্ত করেছেন। সাত উইকেট নেওয়া কুলদীপ তিন ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন, আর পাঁচ উইকেট নেওয়া জাদেজা তিন ধাপ এগিয়ে দশম স্থানে জায়গা করে নিয়েছেন।

অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই তার শীর্ষস্থান ধরে রেখেছেন। তবে নিউজিল্যান্ডের তিন অলরাউন্ডার তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। স্যান্টনার এক ধাপ এগিয়ে চতুর্থ স্থানে, ব্রেসওয়েল সাত ধাপ এগিয়ে সপ্তম ও রচিন রবীন্দ্র আট ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top