পরমাণু প্রযুক্তির ব্যাপারে কারো নির্দেশ মানবে না ইরান

Untitled-8-67d14bc0d604d.jpg

ডেস্ক রিপোর্ট: পরমাণু প্রযুক্তির ব্যাপারে ইরান কারো সঙ্গে পরামর্শ বা কারো নির্দেশ মানবে না বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ। তার দেশ নিজের স্বাধীন পরমাণু নীতিতে অটল রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

মঙ্গলবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আরেফ বলেন, ইরান তার পরমাণু কর্মসূচি পরিচালনার ব্যাপারে কারো সঙ্গে যেমন পরামর্শ করবে না তেমনি কারো নির্দেশও শুনবে না।

ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেন, মানব উন্নয়ন ও সামাজিক সমস্যাবলী সমাধান করার জন্য অন্যান্য প্রযুক্তির মতো আমাদেরকে পরমাণু প্রযুক্তিও ব্যবহার করতে হবে। এই কাজে আমরা কারো সঙ্গে পরামর্শ করব না বা কারো নির্দেশও গ্রহণ করব না। একইসঙ্গে আমরা এই প্রযুক্তি বিশ্বের সর্বত্র ছড়িয়ে দেব যাতে তা সবাই ব্যবহার করতে পারে।

পাশ্চাত্যের ইরান-আতঙ্ক ছড়িয়ে দেয়ার প্রচেষ্টার সমালোচনা করে আরেফ বলেন, ইরানি সভ্যতা ও সংস্কৃতি যুগ যুগ ধরে বিশ্বব্যাপী মানবতার জয়গান গেয়েছে।

তিনি বলেন, পশ্চিমা সভ্যতা গাজা যুদ্ধের মতো বিপর্যয় তৈরি করে। কিন্তু ইরানি সভ্যতা বিপর্যস্ত মানবতাকে মুক্তি দেয়।
রেজা আরেফ বলেন, সে সভ্যতা বিশ্ব মানবতাকে মুক্তি দিয়েছে সে সভ্যতা পরমাণু অস্ত্রের মতো গণবিধ্বংসী অস্ত্র তৈরি কিংবা তা নিরপরাধ মানুষের ওপর প্রয়োগ করতে পারে না।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top