রাশিয়ার সঙ্গে আলোচনার আগে পুতিনকে হুঁশিয়ারি ট্রাম্পের

putin-trump-67a9b6a28ee57-67d289eb58fc6.jpg

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে বলেছেন, যদি মস্কো ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে সম্মত না হয়, তাহলে ‘বিধ্বংসী” নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর ট্রাম্প জানান, মার্কিন আলোচকরা বর্তমানে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন যাতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়। একদিন আগেই কিয়েভ ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। তবে ট্রাম্প এই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

পরে হোয়াইট হাউস জানায়, তার বিশেষ দূত স্টিভ উইটকফ এই সপ্তাহের শেষের দিকে মস্কো যাচ্ছেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা রাশিয়ার জন্য খুব খারাপ কিছু করতে পারি, যা বিধ্বংসী হবে। তবে আমি তা চাই না, কারণ আমি শান্তি চাই, এবং আমরা হয়তো কিছু একটা অর্জনের কাছাকাছি চলে এসেছি।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে মানুষ রাশিয়ায় যাচ্ছে, এবং আশা করি আমরা রাশিয়ার কাছ থেকে যুদ্ধবিরতি পেতে পারি। আর যদি তা সম্ভব হয়, তবে আমি মনে করি আমরা এই ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের ৮০ শতাংশ সমাধানের পথে থাকব।’

জেলেনস্কির প্রতিক্রিয়া ও যুদ্ধবিরতির অনিশ্চয়তা

ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন দুই সপ্তাহ আগে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার উত্তপ্ত বাকবিতণ্ডা হয়েছিল, যেখানে যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসে।

এরপর ট্রাম্প ইউক্রেনের প্রতি সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়া বন্ধ করে দিয়েছিলেন, যা মঙ্গলবার কিয়েভ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার পর আবার চালু করা হয়।

মঙ্গলবার সৌদি আরবে মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের বৈঠকের পর, প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচক বলে মন্তব্য করেন। তবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত রাশিয়াকে এটি মেনে নিতে রাজি করানো।’

তিনি আরও বলেন, ‘আমরা রাজি, এবং যদি রাশিয়া রাজি হয়, তাহলে যুদ্ধবিরতি তৎক্ষণাৎ কার্যকর হবে।’ তবে পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি সন্দেহ প্রকাশ করেন, রাশিয়া সত্যিই সংঘাত বন্ধ করতে চায় কি না।

‘আমি বহুবার এটি বলেছি: আমাদের কেউই রাশিয়ানদের বিশ্বাস করে না,’ বলেন জেলেনস্কি।
তিনি আরও যোগ করেন, ‘সবকিছু নির্ভর করছে রাশিয়া সত্যিই যুদ্ধবিরতি ও শান্তি চায় কি না, নাকি তারা মানুষ হত্যা অব্যাহত রাখতে চায়’।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top