সেঞ্চুরি হাঁকিয়ে মোহামেডানকে জেতালেন তামিম

TV-67ca63ada98c1-1-67d158f2e96ee.jpg

ডেস্ক রিপোর্ট: বোলাররা সেরে রেখেছিল অর্ধেক কাজ। বাকিটা সিদ্ধহস্তে সামলেছেন তামিম ইকবাল ও মাহিদুল ইসলাম অঙ্কন। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম। ফিফটি তুলেছেন অঙ্কন। তাতেই মোহামেডান স্পোর্টিং ক্লাব পেয়েছে ৯ উইকেটের জয়।

ডিপিএলে সাভারের তিন নম্বর মাঠে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি ব্রাদার্স। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি টেনেটুনে ১৮৭ রান অবধি যেতে পারে। দুইশ’র নিচে থাকা লক্ষ্য ১০৩ বল হাতে রেখেই টপকে যায় মোহামেডান। লিগে এটি তামিমদের তৃতীয় জয়।

৩২.৫ ওভারে জিতে টেবিলের তিনে উঠে এসেছে মোহামেডান। তিন জয়ে তাদের পয়েন্ট ৬। সমান পয়েন্ট নিয়ে ডিপিএল টেবিলে শীর্ষে রূপগঞ্জ লিজেন্ডস। দুইয়ে আছে আবাহনী লিমিটেড। ৪ ম্যাচে একটি জয় নিয়ে তলানির দিকে আছে ব্রাদার্স।

বুধবার টস জিতে তামিম ফিল্ডিং নেন। অধিনায়কের সিদ্ধান্তকে পরে সফল করে তাইজুল ইসলামের ঘুর্ণি আর আবু হায়দারের তোপ। ৩১ রান খরচায় তাইজুল নেন ৪ উইকেট। ২৪ রান দিয়ে হায়দার পান তিনটি উইকেট। মিরাজের ঝুলিতে এসেছে দুটি উইকেট। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন ইমতিয়াজ হোসেন। চারে নামা আইচ মোল্লার ব্যাটে আসে ৩২ রান। বাকিদের কেউ পারেননি ২০এর কোটা ছুঁতে।

ছোট লক্ষ্যে বাজে শুরু পায় মোহামেডান। ওপেনিংয়ে আসা মিরাজ ফেরেন ২ রান করেই। স্কোরবোর্ডে ৪ রানের মাথায় আল আমিনের তোপে প্রথম উইকেট হারায় তামিম ব্রিগেড। এরপরের গল্পে শুধুই তামিম ও অঙ্কন। সাতজন বোলার ব্যবহার করেও সফল হয়নি ব্রাদার্স। তামিম-অঙ্কন অবিচ্ছিন্ন থেকে দলকে জিতিয়ে ফেরেন। ৯ চার ও ৬ ছক্কায় ৯৬ বলে তামিম খেলেন ১০৫ রানের ইনিংস। অঙ্কনের ব্যাটে ৬ চার ও ৩ ছক্কায় আসে ৭৫ রান। জয়টাও আসে বেশ বড়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top