চুয়াডাঙ্গা মহিলা আ.লীগের সভানেত্রী নুরুন্নাহার কাকলী গ্রেফতার

Chuadanga-11-67d0575dd804b.jpg

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গায় জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুরুন্নাহার কাকলীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহার নামীয় আসামি।

নুরুন্নাহার কাকলী চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজপাড়ার নুরুল ইসলামের মেয়ে এবং চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী। এছাড়া তিনি চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য এবং চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর।

চুয়াডাঙ্গা সদর থানা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল বের হয়। ওই মিছিলে ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর জখম করা হয়। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর পরিবেশ অনুকূলে আসায় চুয়াডাঙ্গা পৌর এলাকার মৃত হযরত আলীর মেয়ে হাসনা জাহান খুশবু ৩ অক্টোবর সদর থানায় নুরুন্নাহার কাকলীসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ওই মামলার এজাহার নামীয় আসামি নুরুন্নাহার কাকলী।

গত রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top