নিবন্ধন অধিদপ্তরে ৫৯০৬ পদ সৃষ্টির আবেদন

Nibondin-py-67d068fd81a1f.jpg

নিবন্ধন অধিদপ্তরের সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে ৫৯০৬টি স্থায়ী মোহরার পদ সৃজনের প্রয়োজনীয়তা উল্লেখ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

রোববার অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নূর ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করা হয়।

নিবন্ধন অধিদপ্তরের সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে ৫৯০৬টি স্থায়ী মোহরার পদ সৃজনের প্রয়োজনীয়তা উল্লেখ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

রোববার অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নূর ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করা হয়।

এতে বলা হয়, ‘নিবন্ধন অধিদপ্তর’ জনগণকে প্রত্যক্ষভাবে সেবা প্রদানের পাশাপাশি সরকারি রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ২০২৩-২৪ অর্থ-বছরে এ অধিদপ্তরের রাজস্ব আদায়ের পরিমাণ ১৫০০৪ (পনের হাজার চার) কোটি টাকার অধিক। যথাযথ রাজস্ব আদায় নিশ্চিতকরণ ও জনসাধারণকে দ্রুত কাঙ্খিত সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় সংখ্যক দক্ষ জনবলের বিকল্প নেই। বর্তমান সময়ে রেজিস্ট্রি অফিস সমূহে পূর্বের তুলনায় কাজের পরিমাণ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। রাজস্ব আদায়, দলিল বালামে রেকর্ডভুক্ত করণ, সূচিকরণ, জনগণ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের চাহিত তথ্যাদি সরবরাহের মাধ্যমে কাঙ্ক্ষিত সেবা প্রদানের ক্ষেত্রে স্থায়ী মোহরারগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। বর্তমানে সারাদেশে ৪৯৭টি সাব-রেজিস্ট্রি অফিসে ৯৭৩টি স্থায়ী মোহরার এর পদ রয়েছে, যা দ্বারা রেজিস্ট্রি অফিসের সঙ্গে সংশ্লিষ্ট বিপুল সংখ্যক সেবা প্রার্থীকে উপযুক্তরূপে সেবা প্রদান করা কোনোক্রমেই সম্ভবপর হচ্ছে না। এছাড়া ৬১টি জেলা রেজিস্ট্রি অফিসের অধীন রেকর্ডরুম সমূহে স্থায়ী মোহরারের কোনো পদ নেই। স্থায়ী মোহরার পদের স্বল্পতার কারণে অধিকাংশ ক্ষেত্রে অস্থায়ী কর্মচারিগণের (নকল নবীশ) ওপর নির্ভরশীল হতে হচ্ছে।

আবেদনে আরও বলা হয়, এই পরিস্থিতিতে জনসাধারণকে উত্তম সেবা প্রদান তথা জনসাধারণের নিকট সরকারের ভাবমূর্তি অধিকতর উজ্জ্বল করার লক্ষ্যে রাজস্ব খাতে নিবন্ধন অধিদপ্তর-এর অধীন প্রতিটি সাব-রেজিস্ট্রার অফিসে মোট ১২টি করে ও প্রতিটি জেলা রেজিস্ট্রার-এর কার্যালয়ে (মূলত: রেকর্ড রুমের জন্য) মোট ১৫টি করে সর্বমোট ৫৯০৬ (৪৯৭-১২=৫৯৬৪-৯৭৩=৪৯৯১) + (৬১-১৫= ৯১৫)] = ৫৯০৬ (পাঁচ হাজার নয় শত ছয়) টি স্থায়ী মোহরার পদ সৃজন করা প্রয়োজন। উল্লিখিত পদ সৃজনের নিমিত্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি প্রদানের জন্য প্রস্তাব এতদসংক্রান্ত নির্ধারিত ছকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের নিমিত্ত এসঙ্গে প্রেরিত হলো।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top