খুবি সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর ও বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

KU-Photo-11.05.2025-2-scaled.jpg

খুবি সাংবাদিক সমিতির বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

খুবি প্রতিনিধি :

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) বার্ষিক ম্যাগাজিন ‘প্রতিচ্ছবি’ এর মোড়ক উন্মোচন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। রোববার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশায় যুক্ত থেকে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও মনন বিকাশের সুযোগ পাচ্ছেন। তাদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অর্জন-অগ্রগতির পাশাপাশি বিভিন্ন সমস্যামূলক তথ্য গণমাধ্যমে উঠে আসে। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা খুলনার সাংবাদিক সমাজে একটি মর্যাদার অবস্থান তৈরি করেছে।

তিনি আরও বলেন, জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা গড়ে তুলতে ও সামাজিক দায়িত্ব পালনে সাংবাদিকদের ভূমিকা অনেক। বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির কল্যাণে সাংবাদিকতা সহজ হয়েছে ঠিকই, তবে তা দায়িত্বহীন হওয়া উচিত নয়। উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি রক্ষায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, বিশ্বের সম্মানজনক পেশাগুলোর মধ্যে সাংবাদিকতা অন্যতম। সত্যের অনুসন্ধান, দায়িত্বশীলতা ও সৃজনশীলতা এই পেশার মূল ভিত্তি। একটি ভুল সংবাদে কারও জীবন নষ্ট হতে পারে। তাই সাংবাদিকদের সর্বদা সত্যনিষ্ঠ থাকতে হবে। উপ-উপাচার্য জুলাই আন্দোলনে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কর্মকাণ্ডের প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী কমিটির সভাপতি একরামুল হক স্বাগত বক্তব্যে খুবিসাসের যাত্রাপথ, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর পাওয়ারপয়েন্টে উপস্থাপন করেন। নবনির্বাচিত সভাপতি আলকামা রমিন তাঁর বক্তব্যে সংগঠনের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। দায়িত্ব হস্তান্তর পর্বে বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক ফাইল তুলে দেন।
অনুষ্ঠানে খুলনার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top